Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪,শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫: ব্ল্যাকবেরি প্রিভ ব্ল্যাকবেরির পুরনো ব্যবহারকারীদের মধ্যে যারা অ্যান্ড্রয়েড ফ্যান তাদের জন্য এ স্মার্টফোনটিই সেরা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ব্ল্যাকবেরির প্রথম ফোন এটি। এ ফোনটিতে রয়েছে স্লাইড আউট কিবোর্ড। আপনি যদি ব্ল্যাকবেরির কিবোর্ড ছাড়াও গুগলের অ্যাপ ব্যবহার করতে চান তাহলে এটি হতে পারে দারুণ একটি স্মার্টফোন।
১০. মটোরোলা মটো জি মটোরোলার নতুন মডেলের মটো জি একটি অসাধারণ ও কমদামের স্মার্টফোন। প্রায় ১৯৯ ডলার মূল্যের এ স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, পানিরোধী বডি ও পাঁচ ইঞ্চি পর্দা। এটি অন্য স্মার্টফোনের মতো শক্তিশালী না হলেও দামের দিক দিয়ে অসাধারণ।
৯. ওয়ানপ্লাস ২ কমদামে বড় মনিটরের স্মার্টফোন চাইলে ওয়ানপ্লাস ২ সবচেয়ে ভালো। ১৬ জিবি ওয়ানপ্লাস ২ স্মার্টফোনটির দাম ৩২৯ ডলার। এতে রয়েছে ৬৪ বিট প্রসেসর, ১০৮০ পি সাড়ে পাঁচ ইঞ্চি স্ক্রিন, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
৮. আইফোন সিক্স ও সিক্স প্লাস কিছুটা পুরনো মডেলের আইফোন সিক্স ও সিক্স প্লাস এখনও বাজারের অন্যতম সেরা ফোন। অ্যাপলের ফ্যানরা এখনো অনেকে নতুন মডেলের ফোন বাদ দিয়ে এ ফোন কিনছেন দামের কারণে।
৭. মটোরোলা মটো এক্স পিউর অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সবচেয়ে ভালো ফোনের একটি হলো মটোরোলা মটো এক্স পিউর। এ স্মার্টফোনটিতে রয়েছে সুপার শার্প কিউএইচডি স্ক্রিন ও ২১ মেগাপিক্সেল ক্যামেরা। পাশাপাশি স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের সম্পূর্ণ অক্ষত ভার্সন। এতে কোনো বাড়তি অ্যাপ নেই, যা এর পারফর্মেন্সকে বাড়াতে সহায়ক। মূল্য প্রায় ৩৯৯ ডলার।
৬. এইচটিসি ওয়ান এম৯ ও এ৯ অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে সবচেয়ে ভালো স্মার্টফোন বলতে গেলে এ ফোনটির কথা আসবেই। এইচটিসির পুরনো ভার্সনের তুলনায় এটি সামান্য উন্নত। এতে রয়েছে পুরনো আকর্ষণীয় অ্যালুমিনিয়াম ডিজাইন, উন্নত ক্যামেরা ও দ্রুতগতির প্রসেসর। আপনি যদি এইচটিসির অন্য স্মার্টফোন পছন্দ করেন তাহলে সম্ভবত এটিও পছন্দ করবেন। আইফোনের ডিজাইন যাদের পছন্দ কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহার করতে চান তাদের জন্যও এইচটিসি এ৯ একটি আদর্শ ফোন। এম৯-এর মূল্য প্রায় ৬৪৯ ডলার এবং এ৯-এর মূল্য প্রায় ৪৯৯ ডলার।
৫. স্যামসাং গ্যালাক্সি নোট ৫ যারা স্মার্টফোনে বিনোদনের পাশাপাশি কিছু জরুরি কাজও করতে চান তাদের জন্য সেরা ফোন স্যামসাং গ্যালাক্সি নোট ৫। বড় স্ক্রিনের এ স্মার্টফোনটিতে রয়েছে অসাধারণ সূক্ষ্ম ডিসপ্লে ও দারুণ ক্যামেরা। এছাড়া এতে রয়েছে স্টাইলাস সংযোজনের অপশন। এ বছরের গ্যালাক্সি নোটের সংস্করণটি আগের যে কোনো সময়ের তুলনায় উন্নত। যেমন এতে গ্যালাক্সি এস৬-এর সঙ্গে মিল রেখে নানা সুবিধা সংযোজিত হয়েছে। এমনকি ডিসপ্লে বন্ধ রেখেও আপনি তার ওপর লিখতে পারবেন। স্মার্টফোনটির মূল্য প্রায় ৭০০ ডলার।
৪. স্যামসাং গ্যালাক্সি এস৬ স্যামসাংয়ের সবচেয়ে উন্নত স্মার্টফোন গ্যালাক্সি এস৬। এটি আগের ভার্সনের তুলনায় বহুদিক দিয়েই উন্নত। স্যামসাং জানিয়েছে সম্পূর্ণ নতুনভাবে স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ৫.২ ইঞ্চি স্ক্রিন, উন্নত ক্যামেরা ও হার্ট রেট মনিটরের মতো স্বাস্থ্য বিষয়ক অ্যাপ ব্যবহারের সুযোগ। স্মার্টফোনটির মূল্য ৬০০ থেকে ৭০০ ডলার। তবে আপনি যদি আরো ১০০ ডলার ব্যয় করার জন্য রাজি থাকেন তাহলে গ্যালাক্সি এস৬ এজ কিনতে পারেন।
৩. গুগল নেক্সাস ৫এক্স সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে মানসম্মত ও কমদামের ভার্সন খুঁজলে গুগল নেক্সাস ৫এক্স এর তুলনা নেই। এ স্মার্টফোনটিতে রয়েছে ৫.২ ইঞ্চি স্ক্রিন ও ১২.৩ মেগাপিক্সেল ক্যামেরা। গুগল দাবি করছে বিশেষ প্রযুক্তির কারণে এ স্মার্টফোনের ছবি অন্যদের থেকে অনেক উন্নত। এতে রয়েছে সম্পূর্ণ অক্ষত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যা এর পারফর্মেন্স উন্নত করবে। এছাড়া অ্যান্ড্রয়েডের যে কোনো আপডেট সবার আগে এ স্মার্টফোন পাবে। মূল্য প্রায় ৩৭৯ ডলার।
২. আইফোন ৬এক্স প্লাস আপনি যদি বিশ্বের সবচেয়ে ভালো ও বড় স্মার্টফোন চান তাহলে এটি ব্যবহার করতে পারেন। স্যামসাংয়ের গালাক্সি নোট এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেও আইফোনের ডিজাইন, হার্ডওয়্যার ও অন্যান্য অ্যাপের কারণে এ ফোনটিকেই সেরা মানছেন অনেকে। এ বছরের আইফোন ৬এস প্লাস আগের তুলনায় গতিশীল। এতে রয়েছে ভালো ক্যামেরা ও উন্নত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পাশাপাশি এতে রয়েছে অ্যাপলের সর্বশেষ প্রযুক্তির প্রেসার-সেনসিং টেকনলজি। মূল্য প্রায় ৭৪৯ ডলার।
১. আইফোন সিক্স এস সবার জন্য সেরা স্মার্টফোন বলতে মূল্যবান আইফোন ৬এসকেই বলা যায়। এটি আগের মডেলের তুলনায় খুব একটা ভিন্ন নয়। কিন্তু আগের তুলনায় বেশ কয়েকটি উন্নত সুযোগ-সুবিধা পাওয়া যায় এতে। দ্রুতগতি, উন্নত ক্যামেরা ও থ্রিডি টাচ টেকনলজি এর মধ্যে অন্যতম। অ্যাপলের আরেকটি বিষয় হলো কার্যকর অসংখ্য অ্যাপ। এসব অ্যাপের সঙ্গে স্মার্টফোনটির সংযোগ সুবিধা উন্নত হওয়ায় ক্রেতাদের পছন্দে বাজারের শীর্ষস্থানটি দখল করেছে আইফোন সিক্স এস। মূল্য প্রায় ৬৪৯ ডলার।