Sat. Sep 20th, 2025
Advertisements

53খোলা বাজার২৪,শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫: বিএনপি যে কোনো নির্বাচনে অংশগ্রহণের আগেই হেরে যায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
পৌরসভা নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে সরকারের মাথায় আকাশ ভেঙ্গে পড়বে না।
ওবায়দুল কাদের বলেন, বহুবার শুনে এসেছি বিএনপি আন্দোলন করবে। উপজেলা নির্বাচনের পর আন্দোলন হবে, এরপর সিটি কর্পোরেশনের পর সরকার বঙ্গোপসাগরে চলে যাবে। এ সময় তিনি ব্যঙ্গ করে বলেন, বিএনপি’র আন্দোলন করার কোনো ক্ষমতা নেই।
রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় শতবর্ষপূর্তি উদযাপন পরিষদের সহ-সভাপতি ডা. একেএম ডি আহসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ.বি তাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন মাহী, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।