Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

67খোলা বাজার২৪,শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫: সম্প্রতি নিজেদের মধ্যকার পেটেন্ট ইসু নিয়ে সমঝোতায় এসেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ও সুইডেনের টেলিযোগাযোগ পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন। আর দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্ব মেটার ফলাফল, আগামী ৭ বছর আইফোন আর আইপ্যাড বিক্রি করে অ্যাপল যে মুনাফা পাবে তার একটা অংশ যাবে এরিকসনের পকেটে।
পেটেন্টবিষয়ক মামলা মিটিয়ে সমোঝোতায় এসেছে প্রতিষ্ঠান দুটি, দুই প্রতিষ্ঠানের মধ্যে নতুন চুক্তি হয়েছে পেটেন্ট নিয়ে। নতুন চুক্তির ফলে আগামী সাত বছর নতুন আইফোন ও আইপ্যাড থেকে অ্যাপল যা মুনাফা করবে, এরিকসন তার অংশবিশেষ পেতে থাকবে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।
চলতি বছরের ফেব্র“য়ারিতে অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছিল এরিকসন। বিষয়টি নিয়ে শুধু এক স্থানে নয়, একাধিক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিল প্রতিষ্ঠানটি, আশ্রয় নিয়েছিল একাধিক আদালতের। এর মধ্যে আছে ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন, ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ইস্টার্ন ডিস্ট্রিক্ট টেক্সাস, ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য নর্দার্ন ডিস্ট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়া, জার্মানি ও নেদারল্যান্ডস। এছাড়া যুক্তরাজ্যের আদালতেও অভিযোগ করেছিল প্রতিষ্ঠানটি।
অভিযোগে সুইডিশ প্রতিষ্ঠানটির দাবি ছিল, অ্যাপল কয়েক বছর ধরে আইফোন ও আইপ্যাড-এ এরিকসন-এর মালিকানায় থাকা জিএসএম, ইউএমটিএস এবং এলটিই প্রযুক্তিসহ মোট ৪১টি পেটেন্টের অপব্যবহার করেছে।
এরিকসন-এর হাতে ওয়্যারলেস প্রযুক্তি সংশ্লিষ্ট ৩৫ হাজারেরও বেশি পেটেন্ট রয়েছে। এজন্য অনেক ফোন নির্মাতাই প্রথমে এরিকসনের সঙ্গে চুক্তি করে নেয়, কিন্তু অ্যাপল সে কাজটি করেনি।
নতুন চুক্তির ফলে, এরিকসন অ্যাপল-এর কাছ থেকে ঠিক কী পরিমাণ আর্থিক সুবিধা পাবে, সে বিষয়টি জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। তবে এর অংক যে ছোট হবে না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলেই মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইটটি।