Sun. Oct 26th, 2025
Advertisements

72খোলা বাজার২৪,শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫: রাজশাহীতে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এটাই বাংলাদেশে প্রথম আত্মঘাতী বোমা হামলা।
এক বিবৃতিতে এ কথা বলেছেন জঙ্গি সংগঠনগুলোর ওপর নজরদারি করা মার্কিন গোয়েন্দা সংগঠন সাইট (এসআইটিই) ইন্টেলিজেন্স গ্রুপ ও এর পরিচালক রিটা কাটজ।
এতে হামলাকারীর নাম প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে তার নাম আবু আল ফিদা আল বাঙালি।
‘আইএস ক্লেইমস সুইসাইড বোম্বিং অ্যাট আহমদি মস্কস ইন বাংলাদেশ’ শীর্ষক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের রাজশাহী জেলায় আহমদিয়া মুসলিমদের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস।