খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: নরসিংদীর মরজালে ১০৩তম শাখা উদ্বোধন করল এক্সিম ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ (ডিসেম্বর ২৭, ২০১৫) আনুষ্ঠানিকভাবে এই শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এক্সিম ব্যাংকের কার্যক্রম বিশদভাবে আলোচনা করে ব্যাংকের দৃঢ় আর্থিক অবস্থান ও সিএসআর কার্যক্রমে ব্যাংকের অবদান তুলে ধরেন এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এক্সিম ব্যাংকের শরীয়াহভিত্তিক কল্যাণমূখী ব্যাংকিংয়ের অংশীদার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়াসহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
শাখা উদ্বোধনের পর শাখাসংলগ্ন এটিএম বুথ উদ্বোধন করা হয়।