খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: স্টুডিওর দরজাটা ভেতর থেকে বন্ধ। বাইরে থেকে যাতে কেউ কোনোভাবে খুলতে না পারে তার জন্য অতিরিক্ত একটা কাঠ দিয়েও আবার দরজাটা আটকানো। স্টুডিওর ভিতরে সবার তখন ‘পাগল পাগল’ অবস্থা। হবে নাই বা কেন? একটাই গান একনাগাড়ে ২৪ বার বাজিয়ে চলেছেন আরজে। ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ায়। ১৯৮০র ব্রিটিশ ব্যান্ড হোয়াম। আর তার সুপারহিট গান ‘লাস্ট ক্রিসমাস’।
স্টুডিওতে বসে একটানা ২৪ বার ‘লাস্ট ক্রিসমাস’। বাজান এক অস্ট্রিয়ান রেডিও জকি। পরে স্টুডিও মালিকের মেয়ে বাবাকে নিয়ে গিয়ে কোনোভাবে থামান ওই আরজে-কে। কী কারণে ২৭ বছরের রেডিও জকি এই কীর্তি করেন, তা কারোর জানা নেই। ওই স্টুডিওর এক কর্তাব্যক্তি টিম বডনার বলেন, “ব্যাপারটা মজার হলেও এভাবে এক গান বাজানোর নিয়ম নেই স্টেশনে”। আর তাই আপাতত শাস্তির মুখে অ্যানটেনে কেয়ার্নটেনের ওই আরজে।