খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : ব্রিটিশ কমেডি তারকা সাচা ব্যারন কোহেন ও তার স্ত্রী সিরিয়ান শরণার্থীদের সহায়তায় এক মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিলেন। রবিবার দুটি সাহায্যকারী সংস্থা এই সহায়তা পায়। স্ত্রী ইলা ফিশারকে নিয়ে সিরিয়ান দক্ষিণাঞ্চলে টিকা ও অন্যান্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সেভ দ্য চিলড্রেনকে পাঁচ লাখ ডলার সহায়তা করেন কোহেন।
এছাড়া সমপরিমাণ অর্থ দেন আন্তর্জাতিক উদ্ধারকারী কমিটিকে (ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি)। এই সংগঠনটি অর্থের মাধ্যমে সিরিয় এবং তার প্রতিবেশি দেশগুলোর নারী ও শিশু শরণার্থীদের আশ্রয় ও স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করবে। সেভ দ্য চিলড্রেন এর প্রধান নির্বাহী জাস্টিন ফরসিথ বলেন, ‘এই অর্থ দিয়ে হাজারো মানুষকে এবং তাদের সন্তানকে বাঁচানো সম্ভব হবে। সাচা এবং ইলা এই অর্থ সহায়তার মাধ্যমে অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন।’ অন্যদিকে ইন্টারন্যাশনাল রিফিউজি কমিটির প্রধান ও সাবেক ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড মিলব্যান্ড বলেন, তাদের এই উপহার আসলে মানবতার বহি:প্রকাশ। জাতিসংঘের মতে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে ৪০ লাখ মানুষ পালিয়ে প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এছাড়া দেশের ভেতরেই এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে বাধ্য হয়েছে অনেকে।