Sun. Sep 14th, 2025
Advertisements

6খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: আসন্ন পৌর নির্বাচন পর্যবেক্ষণ করতে বিএনপ ‘র পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে তিনটি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ও দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, কেন্দ্রীয়ভাবে সার্বিক বিষয় পর্যবেক্ষণ করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি কমিটি। অন্যদিকে নির্বাচন কমিশন সক্রান্ত বিষয়ে পর্যবেক্ষণ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
এছাড়া গণমাধ্যম সক্রান্ত একটি কমিটিও বুধবার পর্যবেক্ষণ করবে। এ কমিটিতে রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও দফতরের দায়িত্বপ্রাপ্ত দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তবে তিন কমিটির কে কোথায় অবস্থান নিয়ে পর্যবেক্ষণ করবেন সে বিষয়ে কিছুই বলতে পারেননি শায়রুল কবির খান।