খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: অল্টো মেইল নামের নতুন একটি স্মার্টফোন অ্যাপ এনেছে অনলাইন যোগাযোগ সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান এওএল। এই অ্যাপের মাধ্যমে আইওএস আর অ্যান্ড্রয়েডে ইমেইল ব্যবহার করা যাবে।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, নতুন এই অ্যাপে জিমেইল, আউটলুক, ইয়াহু, আইক্লাউড আর এওএল মেইল সেবা ব্যবহার করা যাবে।
বর্তমান সময়ে প্রয়োজনীয় সব মৌলিক ফিচারগুলোই থাকছে অল্টো মেইলে। সেই সঙ্গে ‘থ্রেডেড কনভারসেশন’, ‘সোয়াইপ-টু-আর্কাইভ’, ‘মাল্টি-টাচ সাপোর্ট’ আর ‘কম্বাইন্ড ইনবক্স’ সেবাও রাখা হয়েছে।
নতুন কিছু স্মার্ট ফিচারও আনা হয়েছে অ্যাপটিতে। ব্যবহারকারী চালান ও ফ্লাইট সংক্রান্ত তথ্য খুঁজতে চাইলে, অল্টো মেইল ইনবক্স থেকে এ ধরনের যাবতীয় তথ্য বের করে দিতে পারবে। আর ড্যাশবোর্ড স্ক্রিনের তথ্য দেখতে পারবেন ব্যবহারকারীরা।
বিভিন্ন উপায়ে ইনবক্স ফিল্টার করার সুবিধা রাখা হয়েছে এতে। অন্যান্য অ্যাপের মাধ্যমে শুধু পড়া হয়নি বা তারকাচিহ্নিত মেসেজ বাছাই করা যায়, কিন্তু এই অ্যাপে ব্যবহারকারীরা ছবি সংযুক্ত সব মেইলও বের করতে পারবেন। আর আউটলুকের মতো ব্যবহারকারীরা ফাইল সংযুক্ত সব মেইলও দেখতে পাবেন ব্যবহারকারীরা।
বিভিন্ন থার্ড-পার্টি গ্রাহকদের কাছ থেকে ফিচার নেওয়া হয়েছে অল্টো মেইলে। ইনবক্সের তুলনায় এটি আলাদা। ইনবক্সের সঙ্গে, গুগল ব্যবহারকারীর ইমেইল ইনবক্সকে একটি বড় ‘টুডু’ তালিকায় পরিণত করবে। ব্যবহারকারীরা এতে রিমাইন্ডার যোগ করতে পারবেন আর পুরনো মেসেজগুলোকে ‘ডান’ ফোল্ডারে পাঠাতে পারবেন।
অল্টো মেইলে সবকিছু এখনও যথাযথ নয়। সার্চ ইঞ্জিনের মতো ক্ষেত্রগুলোতে আরও উন্নতি আনতে নির্মাতাদের কাজ করতে হবে। আইওএসে এটি দেখতে অনেকটা অ্যান্ড্রয়েড অ্যাপের মতো।
বর্তমানে অ্যাপটির ভার্সন ১ ছাড়া হয়েছে।