Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫: পৌরসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে ২০ দলীয় জোট ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আলাদা দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন খালেদা জিয়া। এরপর জোটের শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন তিনি। বৈঠকের বিষয় সম্পর্কে জানাতে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশান চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আলমগীর।
বৈঠক সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে ক্ষমতাসীন দলের কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও সহিংসতা নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগে আগামী সপ্তাহে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিতে পারেন ২০ দল। এছাড়া বিএনপি চেয়ারপারসনকে ২০ দলীয় জোট পুনর্গঠনের প্রস্তাব দিয়েছেন জোটের শরিক দল জাগপার সভাপতি শফিউল আলম প্রধান। বিএনপি চেয়ারপারসনও তাতে সায় দিয়েছেন বলে জানিয়েছে ওই সূত্র।
বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর ররহমান, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, ইনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহ মোয়াজ্জেম, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে ২০ দলীয় জোট নেতাদের মধ্যে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির সভাপতি গোলাম মোতুর্জা, কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।