খোলা বাজার২৪,শনিবার, ২ জানুয়ারি ২০১৬: রুপালী পর্দার সাড়া জাগানো নায়িকা শাবনূর। যাকে এক নামেই চলচ্চিত্র পাগল মানুষেরা চিনেন। শুধু তাই নয়, চলচ্চিত্রের ধারাবাহিকতায় তিনি ছিলেন অন্যতম একটি নাম। তবে মাঝে অনেকদিন দেখা যায়নি এই জনপ্রিয় নায়িকাকে। স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে কিছু দিন হলো বেশ কিছু কাজ নিয়ে আবার হাজির হয়েছেন শাবনূর।
সম্প্রতি মিডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে শাবনূর বললেন নিজের স্বামী সংসার নিয়ে কিছু কথা। সাক্ষাতে শাবনূর বলেন, সংসারে আমি এখনও আগের মতোই আছি। আমার কখনও মনেই হয় না যে, আমার বিয়ে হয়েছে। সংসারটা আমি ওভাবে বুঝি না। পরিবার থেকেও কোনো প্রতিবন্ধকতা নেই। আমার পরিবার থেকে আমাকে কাজের জন্য নিয়মিত উৎসাহ দেয়।
আমার শ্বশুর-শাশুড়ি বলে, এই মা তুমি ছবি করছো না কেন? তুমি ছবি করো। আমার স্বামীরও এই বিষযে কোনো আপত্তি নেই। সেও কাজটা খুব পছন্দ করে, পরিবার থেকেও সবাই পছন্দ করে।