Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: বর্তমানে সারা বিশ্বে যত কম্পিউটার চলছে তার ৫৫ শতাংশই চলছে মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ ৭ সফটওয়্যারে। কিন্তু উইন্ডোজ নাকি ভয়াবহ বিপদের নাম! এই বিপদ নিয়ে সম্প্রতি সতর্ক থাকার কথা বলছে উইন্ডোজ সফটওয়্যারে নির্মাতা মাইক্রোসফট।
মাইক্রোসফটের বিপণন বিভাগের প্রধান ক্রিস ক্যাপোসেলা সম্প্রতি উইন্ডোজ উইকলিকে বলেছেন, যাঁরা উইন্ডোজ ৭ হালনাগাদ করেছেন তাঁরা নিজের গরজে, নিজে ঝুঁকি নিয়ে করেছেন। তাঁর মতে, মাইক্রোসফট উইন্ডোজ ৭ এর ভবিষ্যৎ ও হার্ডওয়্যার সমর্থন ও নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
ক্রিস ক্যাপোসেলা বলেন, ‘মানুষ যখন এক দশক পুরোনো কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তখন আমাদের দুশ্চিন্তা করতে হয়। কারণ, দেখা যাবে পরবর্তী প্রজন্মের কোনো প্রিন্টার এই সফটওয়্যার সমর্থন করছে না কিংবা নতুন কোনো গেম এতে খেলা যাচ্ছে না। তাই আমরা আমাদের সফটওয়্যার ও হার্ডওয়্যার সহযোগীদের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সুবিধা নিয়ে নতুন পণ্য তৈরিতে চাপ দিচ্ছি। এর ফলে পুরোনো সফটওয়্যারগুলোর অবস্থা আরও খারাপ হবে। ভাইরাস আক্রমণ ও নিরাপত্তার বিষয়গুলো তো আছেই।’
এদিকে বাজার বিশ্লেষকেরা বলছেন, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমকে প্রাধান্য দিতেই উইন্ডোজের অন্য সংস্করণগুলোর প্রতি গুরুত্ব কমিয়ে দিচ্ছে মাইক্রোসফট। নিরাপত্তা কিংবা হার্ডওয়্যার সমর্থনের দিক বিবেচনায় উইন্ডোজ ১০ এর চেয়ে উইন্ডোজ ৭ কোনো অংশেই কম নয়। ২০২০ সাল পর্যন্ত এটি মাইক্রোসফটের কাছ থেকে নিরাপত্তা সমর্থন পাবে। কিন্তু মাইক্রোসফটের জন্য উইন্ডোজের বিভিন্ন সংস্করণের ব্যবহারের এই বিভাজনটি একটি বড় বাধা। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ১০০ কোটি যন্ত্রে উইন্ডোজ ১০ চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে মাইক্রোসফট।
ক্যাপোসেলা বলেন, ‘যেসব যন্ত্রগুলোতে উইন্ডোজ ১০ চালানো যাবে আমরা তার সবগুলোতেই এ সফটওয়্যারটি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সঠিক ভারসাম্য তৈরি করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’
উইন্ডোজ ১০ সফটওয়্যারের প্রশংসা করে মাইক্রোসফটের বিপণন বিভাগের প্রধান বলেন, ‘কাউকে না রাগিয়ে নতুন মডেলে আনা খুবই কষ্টের কাজ। আমরা কাউকে রাগাতে চাই না। কিন্তু গ্রাহককে উন্নত সুবিধা দেওয়া ও উন্নত জায়গায় নিয়ে যাওয়াকে আমরা দায়িত্বশীলতা বলে মনে করি। সে অর্থে উইন্ডোজ ৭ এর চেয়ে উইন্ডোজ ১০ অনেক উন্নত জায়গা।’