Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

69খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: তুন দম্পতির জন্য শিশুর কান্নার কারণ বের করা অনেক সময় মুশকিল হয়ে পড়ে। এ ব্যাপারে সাহায্য এখন তাঁদের হাতের মুঠোয়-মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনে। সম্প্রতি তাইওয়ানের একদল গবেষক একটি স্মার্টফোনের উপযোগী এমন অ্যাপ্লিকেশন তৈরি করেছেন, যা শিশুর কান্নার কারণ বলে দিতে পারবে।
‘ইনফ্যান্ট ক্রাইস ট্রান্সলেটর’ নামের অ্যাপটি তৈরি করেছেন ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি হসপিটাল ইউনলিনের গবেষকেরা। এটি রেকর্ড করে রাখা শিশুদের চার ধরনের কান্নার শব্দ তুলনা করতে পারে এবং কান্নার সঠিক কারণটি বলে দিতে পারে। এই অ্যাপটির সঙ্গে যে ডেটাবেজ রয়েছে তার সঙ্গে কান্নার শব্দ মিলিয়ে দেখা হয়। এই অ্যাপটি তৈরিতে নবজাত ১০০ শিশুর দুই লাখেরও বেশি কান্নার শব্দ সংগ্রহ করেছেন গবেষকেরা।
শিশু যখন কাঁদে তখন ১০ সেকেন্ড ধরে তার কান্না রেকর্ড করতে হয়। এরপর এই শব্দ ক্লাউড ড্রাইভে আপলোড হয়ে যায়। অ্যাপটি কান্নার শব্দটি মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে বিশ্লেষণ করে ফল দেখায়।
গবেষক চ্যান চুয়ান-ইয়ুর ভাষ্য: এই অ্যাপ ব্যবহারকারীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করে জানা গেছে, দুই সপ্তাহের কম বয়সী শিশুর ক্ষেত্রে ৯২ শতাংশ পর্যন্ত নির্ভুলভাবে অ্যাপটি কাজ করছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দশমিক ৯৯ মার্কিন ডলার খরচে এই অ্যাপটি আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এটি ডাউনলোড করা যাবে। অবশ্য এখন গুগল প্লে স্টোরে খোঁজ করে অ্যাপটি পাওয়া যায়নি।