Mon. Sep 15th, 2025
Advertisements

8খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: পুরান ঢাকার শাঁখারী বাজার এলাকায় ভূমিকম্পে একটি ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আজ সোমবার ভোর ৫টা ৭ মিনিটে ৬.৭ মাত্রার এ কম্পনের পর ওই ভবনে ফাটল দেখা দেয়। এসময় আতঙ্কে ভবনের বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার ভজন কুমার সরকার বলেন, ভূমিকম্পের পর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো ভবনে ফাটলের খবর পাওয়া যায়নি। শাঁখারী বাজারের স্থানীয় বাসিন্দা বাসুদেব জানান, ভূমিকম্পে শাঁখারী বাজার এলাকার ৬২ নম্বর বাসাটিতে ফাটল দেখা দিয়েছে। তবে কেনো হতাহত ঘটনা ঘটেনি। ভূমিকম্পে পুরো এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে রাজধানীর পূর্ব জুরাইন এলাকায় ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে দ্রুত রাস্তায় নামতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আতিকুর রহমান আতিক (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। আতিকুর রহমান আতিক রাজধানীর পূর্ব জুরাইন এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা জানিয়েছেন।