খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শুরু করেছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল মিলনায়তনে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এই ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করে। আজ সোমবার সকাল সাড়ে ৬টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সকাল ৮টা ১ মিনিটে কার্জন হলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এরপর সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে র্যালি বের করে ছাত্রলীগ। শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল ও বিজয়নগর মোড় হয়ে আওয়ামী লীগের পার্টি অফিস ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ হয় র্যালি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল ৫ জানুয়ারি সকাল ১০টায় কলা ভবনের সমনের বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। পরেরদিন ৬ জানুয়ারি বিকাল ৫টায় টিএসসি’র সড়ক দ্বীপ সংলগ্ন ডাসে দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৭ ও ৮ জানুয়ারিও কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি।
এর মধ্যে ৭ জানুয়ারি সকাল ১১টায় টিএসসি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিতরণ ও পাঠচক্র উদ্বোধন করা হবে। আর ৮ জানুয়ারি বিকাল ৩টায় টিএসসির সড়ক দ্বীপ সংলগ্ন ডাসে ইতিহাস ও মুক্তিযুদ্ধ এর উপর বিশেষ আলোকচিত্র প্রদর্শন করা হবে।