Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪, বুধবার, ৬ জানুয়ারি ২০১৬: বিভিন্ন সময় দেখা যায় ছেলেমেয়েরা বাড়ি থেকে পালিয়ে গিয়ে পরিবারের অমতে নিজের পছন্দের মানুষটিকে বিয়ে করে। এটি প্রায় সব দেশেই ঘটে থাকে কিন্ত সৌদি আরব কট্টর মুসলিমপš’ী দেশ হওয়া সত্বেও এই দেশটিও এর থেকে ব্যতিক্রম নয়। মক্কায় একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে ৯৬ দশমিক ৩ ভাগ বাড়ি থেকে পালিয়ে যাওয়া মেয়েই সৌদি আরবের এবং বাকি ৩ দশমিক ৭ ভাগ সৌদি আরবের বাইরের।
গবেষণায় দেখা যায় ৫১ দশমিক ৫ ভাগ নারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ৩৬ দশমিক ৪ ভাগ উ”চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ১১ দশমিক ৭ ভাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
এই গবেষণায় আরো দেখা যায় পলিয়ে যাওয়া নারীদের মধ্যে ৫৪ ভাগ নারীর বয়স ১৭-২১ বছরের মধ্যে, ১৫ ভাগ নারীর বয়স ১৬ বছরের কম এবং বাকি ৫ ভাগ নারীর বয়স ২৭ বছরের বেশি।
উম্মে আল-কুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদদের একটি গবেষণায় দেখা যায় পলিয়ে যাওয়া নারীদের মধ্যে ৮৬ ভাগ নারী অবিবাহিতা, ১০ দশমিক ২ ভাগ পালিয়ে যাওয়া নারী বিবাহিতা এবং শূন্য দশমিক ৫ ভাগ নারী বিধবা।
অবিবাহিত নারীদের মধ্যে ৮১ দশমিক ৩ ভাগ বাস করে তাদের পিতামাতার সাথে, ৮ দশমিক ৬ ভাগ বাস করে তাদের মাায়েদের সাথে, ২ দশমিক ১ ভাগ বাস করে তাদের আত্মীয়স্বজনের সাথে এবং ১ দশমিক ৬ ভাগ বাস করে তাদের পিতার সাথে।
গবেষণায় আরো দেখা যায়, ৪৫ দশমিক ৪ ভাগ নারীর পরিবারে সদস্য সংখ্যা ৭-৯ জন , ৩৪ দশমিক ৮ ভাগ পরিবারে সদস্য সংখ্যা ৪ থেকে ৬ জন, ১৩ দশমিক ৯ ভাগ পরিবারে সদস্য সংখ্যা ১০ জন বা তারও বেশি এবং ৩ দশমিক ৭ ভাগ নারী বাস করে ৩ জন বা তা থেকে কম সদস্যের পরিবারে।
মক্কা অঞ্চলের প্রথম বারের মত করা গবেষণায় দেখা যায় নারীদের পালিয়ে যাওয়ার কারণ হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারকে দায়ী করা হয়েছে। এছাড়া খারাপ বন্ধু, স্বাধীনতা সম্পর্কে ভূল ধারণা, ভিন্ন সংস্কৃতিকে অনুকরণ করা, দুর্বল ধর্ম বিশ্বাস, মানসিক নিরাপত্তার অভাব, এ্যাডভেঞ্চারের প্রতি আকর্ষণ, স্বামীর কাছ থেকে উপযুক্ত ব্যবহার না পাওয়া, পরিবারের সদস্যদের সাথে ভাল সম্পর্কের অভাব, গালাগাল বা কটুক্তির স্বীকার, দারিদ্র, বাবা মায়ের পর্যবেক্ষণের অভাব এবং বাবা বা ভাইয়ের সহিংসতার স্বীকার হওয়া।
মক্কার শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, প্রত্যেকের শারীরিক, মানসিক এবং আবেগের দিক থেকে নিরাপদ ও সুস্থ থাকা জরুরি। একটি শিশু যদি তার কিশোর বয়সে নিরাপত্তার অভাবে ভোগে তাহলে সে বেড়ে ওঠে নিরাপত্তাহীনতা, অস্থিরতা এবং মানসিক অনিরাপত্তার সাথে।
এই গবেষক দলের চেয়ারম্যান বলেন, পরিবার হলো একটি সম্প্রদায়ের প্রথম উপাদান এবং এর প্রথম বিল্ডিং ব্লক বা নির্মাণের ছাঁচ এবং “এখানে আমরা এইসব মেয়েদের সমস্যা সমাধানে পরিবারের ভূমিকা পাশাপাশি সামাজিক সংগঠনের ভূমিকা এবং যে বিষয়গুলো এই মেয়েদের পরিবার থেকে পালিয়ে যাওয়ার সাথে জড়িত তার ওপর জোর দিয়েছি।” আরব নিউজ