খোলা বাজার২৪, বুধবার, ৬ জানুয়ারি ২০১৬: নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বুধবার বেলা সোয়া ১১টায় ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। এরপর শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই চার মামলা ছাড়াও দুর্নীতির আরেকটি মামলায় মির্জা আব্বাসের আত্মসমর্পনের কথা রয়েছে।
এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবসের’ সমাবেশেও দেখা যায়নি ঢাকা মহানগর বিএনপির এই নেতাকে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকলেও ধারণা করা হয়েছিল গতকালকের জনসভায় যোগ দিতে পারেন আব্বাস। গত বছরের ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে আত্মগোপনে চলে যান মির্জা আব্বাস।
দীর্ঘদিন পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।