খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। মোহাম্মদ সাঈদকে গত ২৪ ডিসেম্বর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) এ ভর্তি করা হয়। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার তিনি মারা যান। গত ২৪ ডিসেম্বর ফুসফুসের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর মরদেহ আজই জম্মু নিয়ে যাওয়া হবে। জানা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তার ব্লাড কাউন্ট ধীরে ধীরে কমতে থাকে।
এছাড়া ফুসফুসে সংক্রামণের কারণে অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে ভেন্টিলেটর সার্পোটে নেওয়া হয়। ২০১৫ সালের ১ মার্চ পিডিপি-বিজেপি জোটের জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মুফতি মোহাম্মদ সাঈদ। সইদ দুবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। বিগত ২০০২ সালে তিনি প্রথম জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদভার গ্রহণ করেন। ১৯৮৯ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ট্যুইট মারফৎ সইয়েপ মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। তিনি লিখেছেন, আমি কিছুক্ষণ আগেই মুফতি সাহেবের মৃত্যু সংবাদ পেলাম। ওনার আত্মার শান্তি হোক। আমার সমবেদনা মুফতি পরিবারের সঙ্গে রয়েছে। এটি তাঁর পরিবারের কাছে মুশকিল সময়। আমার এবং আমার পরিবারের সমবেদনা ওনাদের সঙ্গে রয়েছে।