Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ব্যবসায়ী জস বকানেগরা সম্প্রতি তার নতুন কৃত্রিম বুদ্ধিমত্ত্বা প্রতিষ্ঠান ‘হুমাই’ এর মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছেন।
কেন? তার কারণ হচ্ছে, তারা ২০৪৫ সালের মধ্যে মৃত মানুষকে বাঁচিয়ে তুলবে বলে ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যেই কাজ করছে হুমাই।
মাত্র ৩০ বছরের মধ্যে এ ধরনের কাজে প্রতিষ্ঠানটি সক্ষম হবে বলে দাবী করেছে। হুমাই কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ যদি মৃত্যুর পরে আজীবন বাঁচতে চায়, তাহলে সেই ব্যবস্থা তারা করে দেবে।
হুমাইয়ের এই অফারটি যেমন বিস্ময়কর, তেমনি অফারটি গ্রহণের জন্য যে শর্ত রাখা হয়েছে, সেটিও কম বিস্ময়কর নয়। শর্তটি বলা যায়, বাচঁতে চাইলে মরতে হবে টাইপের।
কেননা আজীবন বাঁচতে চাইলে মৃত্যুর আগেই নিজের মস্তিস্কের ব্রেইন দিতে হবে হুমাই প্রতিষ্ঠানটিকে। অর্থাৎ আজীবন বাঁচার জন্য মৃত্যুর আগেই মরতে হবে!
জস বকানেগরা বলেন, তারা জীবন্ত মস্তিকের ব্রেইন নিয়ে তা বায়োনিক বডিতে স্থাপনের মাধ্যমে মানুষকে আজীবন বাঁচিয়ে রাখতে সক্ষম হবে বলে মনে করছেন।
সচল ব্রেইন সংগ্রহ করে তা বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে রাখবে প্রতিষ্ঠানটি। পরবর্তী ব্রেইনটি মানুষের দেহাংশ ও ইলেক্ট্রনিক যন্ত্রপাতি দিয়ে তৈরি বায়োনিক শরীরে স্থাপন করে হবে। এর ফলে মৃত মানুষের ব্রেইনটি নতুন বায়োনিক শরীরে সচল থাকবে! তবে পুরো প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি হুমাই কর্তৃপক্ষ।
এর আগে টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগলের ভেঞ্চারর্সের প্রেসিডেন্ট বিল মারিস বলেছিলেন যে, তিনি বিশ্বাস করেন যে চিকিৎসা বিজ্ঞান একদিন মানুষকে ৫০০ বছর পর্যন্ত বাঁচয়ে রাখতে সক্ষম হবে।
হুমাই প্রতিষ্ঠানটির ওয়েবসাইট : যঃঃঢ়://যঁসধরঃবপয.পড়স । ফেসবুক পেজ: িি.িভধপবনড়ড়শ.পড়স/যঁসধরঃবপয ।