খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: ১৯৪৭-৪৮ সালের কথা। একজন লেখক এই বাংলাদেশের দৃশ্যমান সমাজের ভেতরের আরেক সমাজকে সূক্ষ্ম ভাবে তুলে ধরলেন তার উপন্যাসে। এক প্রত্যন্ত গ্রামের পটভূমিতে গড়ে উঠেছিল সেই উপন্যাসের গল্প। নাম লালসালু, লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ।
এবারের পর্বের পরিকল্পনার শুরু থেকে অনুসন্ধান পর্যন্ত ঘটনার যত গভীরে গেছি ততই সেই সৈয়দ ওয়ালিউল্লাহ আর লালসালু নামটি বারবার আমাদের মনে পড়েছে।
পাঠক, ইনডিপেনডেন্ট টিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান তালাশের এবারের পর্বের মাধ্যমে আমরা আপনাদের দেখাবে রাজধানীতে ভূয়া মাজারের আড়ালের অবৈধ ঘটনাগুলো।