খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: শাহরুখ যদি গৌরি আর গৌরি যদি শাহরুখ হত তাহলে কেমন হত। ইন্টারনেটে বিভিন্ন সময় বিভিন্ন ধরণের ফটোশপে তৈরি করা ছবি অনেক ভাইরাল হয়ে উঠে। এবার, বলিউড সেলিব্রেটিদের স্বামী-স্ত্রীদের চেহারা বদল করে তৈরি করা কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছে।
এইসব ছবি আপনি রাতে ঘুমাতে যাবার পূর্বে দেখে গেলে অবশ্যই রাতে আপনি ভয়ানক স্বপ্নের সম্মুখীন হতে পারেন। আসুন মজাদার ও একইসাথে ভয়ানক সে সকল ছবি দেখে নেয়া যাক-
১. শাহরুখ খান ও গৌরির ছবিতে তাদের শুধু চেহারার অংশ একে অপরের মুখে স্থাপন করার পরও মনে হয় ভালই লাগছে।১
২. রণবীর সিংকে দীপিকার শাড়িতে খুব ভালোই মানিয়েছে।২
৩. রণবীর কাপুর ও ক্যাটরিনার ছবি প্রতিস্থাপনের পরও তাদের খুব মিষ্টি লাগছে।৩
৪. এখানে শাহরুখ খানকে নায়ক ও নায়িকা দুই চরিত্রেই মানিয়েছে বলা যায়।৪
৫. সবশেষে বচ্চন পরিবার। হয়ত এই সম্পূর্ণ পরিবার এই ছবি দেখতে পেলে নিজেই আঁতকে উঠবেন।গ
-সূত্র: ইন্ডিয়া টাইম্স।