Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: গণতন্ত্রের মুখোশের আড়ালে সরকার দেশে ফ্যাসিবাদী শাসন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “এখন আমরা যে শাসনে রয়েছি সেটা পুরোপুরিভাবে ফ্যাসিবাদী শাসন; এখানে একনায়কতন্ত্র চলছে।
“আমরা যেটা বার বার বলে এসেছি, একদলীয় শাসনব্যবস্থার সব আয়োজন সম্পন্ন হয়েছে, শুধুমাত্র গণতন্ত্রের একটা মুখোশ পরিয়ে রাখা হয়েছে।”
এ অবস্থা থেকে উত্তরণে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সব মত ও পথকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ‘আমরা দেশ বন্ধ, ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের ১০০০ দিন’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
ফখরুল বলেন, “দেশে আজ অত্যন্ত দুঃসময় চলছে; কোথাও কথা বলা যায় না, লেখার স্বাধীনতা নেই, মানুষের ভোট দেওয়ার অধিকার নেই। যে ভিন্নমত পোষণ করে তার বিরুদ্ধে মামলায় হয়, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়।
বিভক্তির কারণে সাংবাদিকরাও নিজেদের স্বার্থে কথা বলতে পারছে না মন্তব্য করে তিনি বলেন, “এভাবে সরকার গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছে।”
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ‘জীবন্ত কিংবদন্তী’ অভিহিত করে ফখরুল বলেন, তিনি সাংবাদিক, রাজনীতিবিদ নন; সম্পূর্ণ পেশাজীবী মানুষ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন বলে লেখালেখি তাকে রাজনীতিতে টেনে এসেছে।
“আমি বলব, মাহমুদুর রহমান আপাদমস্তক একজন দেশপ্রেমিক, আপাদমস্তক একজন জাতীয়তাবাদী। তিনি আজ বন্দি, তার পত্রিকা বন্ধ। শুধু তার পত্রিকাই নয়, অনেক পত্রিকা, মিডিয়া ও বেসরকারি টিভি চ্যানেল বন্ধ।”
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজ যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন- জাতীয় ঐক্য। সকল মত ও সকল পথকে একটি মাত্র কারণে তাদের অধিকারের প্রশ্নে, তাদের গণতন্ত্রের প্রশ্নে তাদের কথা বলার প্রশ্নে, লেখবার প্রশ্নে তাদের এক হতে হবে। মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে হবে।”
দলের অনেক ত্রুটি রয়েছে স্বীকার করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমরা বিরোধী দলে আছি, সেভাবে হয়ত আমরা সফলতা অর্জন করতে পারিনি। আন্দোলনের কখনো উত্থান-পতন আছে; জয়-পরাজয় আছে।
“সব কিছু মিলে মানুষের সংগ্রাম একদিন না একদিন জয় হবেই। আসুন আজ আমরা শপথ নেই নিজেদের ছোট-খাটো দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের অধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ হই।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদসহ কারাবন্দি নেতাকর্মী ও পেশাজীবীদের মুক্তির দাবি জানান তিনি।
‘আমার দেশ পরিবার’ এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সাংবাদিক শফিক রেহমান, কবি ফরহাদ মজহার, প্রবাসী মানবাধিকার সংগঠনক ড. মামুন রহমান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বক্তব্য দেন।