Fri. Sep 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪,শনিবার,৯ জানুয়ারি ২০১৬: রাজধানীর ধানমণ্ডির বেসরকারি আইডিয়াল কলেজের সামনে দোকানে বসাকে কেন্দ্র করে দুই দল শিক্ষার্থীর বিরোধে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম নাইমুর রশীদ নাবিল (১৮)। সে কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আজ শনিবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে নাবিলের সহপাঠী কাউসার আলম বলেন, গতকাল শুক্রবার বিকালে কলেজের সামনে চায়ের দোকানে ওই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম পলকের সঙ্গে নাবিলের বাগবিতণ্ডা হয়েছিল। আজ দুপুরে পলকের বহিরাগত বন্ধু সাইফ হোসেন রোমান ২০/৩০ জন ছেলে নিয়ে কলেজের সামনে এসে কয়েক রাউন্ড গুলি করে। পলকের সামনেই নাবিলের বাম পায়ে গুলি করে রোমান। গুলিবর্ষণের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এ ব্যাপারে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবিদুর রহমান বলেন, কলেজের সামনের চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সিনিয়র ও জুনিয়র দুইপক্ষ বিবাদে জড়িয়ে পড়লে নাবিল গুলিবিদ্ধ হন। তিনি আরো বলেন, আহতরা মামলা করবে বলে পুলিশকে জানিয়েছে। যারা নাবিলকে গুলি করেছে, তাদের খুঁজে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।