খোলা বাজার২৪,শনিবার,৯ জানুয়ারি ২০১৬: ডার্ক ম্যাটার নিয়ে নতুন তত্ত্ব সামনে আনলেন ভারতীয় বিজ্ঞানী সুকন্যা চক্রবর্তী। তাঁর নেতৃত্বে গবেষকদের একটি দল গ্যালাক্সির উপরে থাকা ডার্ক ম্যাটার নিয়ে গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। তাঁর এই তত্ত্বে গ্যালাক্সির বাইরের তরঙ্গ সম্পর্কেও ব্যাখ্যা পাওয়া যাবে। গ্যালাক্সি সম্পর্কে আরও তথ্য জানতে গবেষণা চালাচ্ছিলেন রচেস্টার ইন্সটিটিউট অফ টেকনোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুকন্যা।
যে তত্ত্ব দিয়ে পৃথিবীর অন্দর সম্পর্কে জানা যায়, সেই তত্ত্ব ব্যবহার করে সুকন্যা চক্রবর্তী বের করে এনেছেন গ্যালাক্সির আকার, আয়তন সংক্রান্ত নানা তথ্য। ৭ জানুয়ারি আমেরিকা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির একটি বৈঠক শেষে সাবাংদিক বৈঠক করে এই নতুন আবিষ্কারের কথা জানান সুকন্যা চক্রবর্তী। তাঁর গবেষণায় উঠে এসেছে, ডার্ক ম্যাটারে চেপে যাওয়া ওই ছোট গ্যালাক্সি পৃথিবী থেকে ৩ লক্ষ আলোকবর্ষ দূরে। অন্যদিকে, মিল্কি ওয়ে মাত্র ৪৮,০০০ আলোকবর্ষ দূরে। সুকন্যা চক্রবর্তী আরও জানিয়েছেন, মহাজাগতিক বিশ্বের প্রায় ৮৫ শতাংশ ঢেকে রয়েছে ডার্ক ম্যাটার। আর এর জন্য বাধা পাচ্ছে মহাকাশ গবেষণা।