খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: ভারতের ত্রিপুরা থেকে যে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আনার কথা ইউনিট প্রতি তার দাম ঠিক হয়েছে সাড়ে ৫ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬ টাকা।
ঢাকা সফররত ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী মানিক দে ও বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মধ্যে আলোচনায় এ দাম নির্ধারণ হয়েছে।
শনিবার হোটেল সোনারগাঁওয়ে বৈঠকের পর প্রতিমন্ত্রী বিপু বিদ্যুতের দাম নিয়ে মতৈক্যে পৌঁছানোর কথা জানান।
ত্রিপুরার পালাটানার ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে নিজস্ব ১৯৬ মেগাওয়াট বিদ্যুৎ থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করার প্রতিশ্র“তি দিয়ে রেখেছিল ত্রিপুরা।
এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য প্রয়োজনীয় ভারি যন্ত্রপাতি বাংলাদেশের ভেতর দিয়ে নিতে দেওয়ার কৃতজ্ঞতাস্বরূপ এই প্রতিশ্র“তি দেয় ত্রিপুরার রাজ্য সরকার।
গত ডিসেম্বরেই এই বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ শুরু হওয়ার কথা ছিল। এজন্য এরইমধ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে।