খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: ক্ষুদ্র ও কুটির শিল্পে নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ব্যাংকের চট্টগ্রাম জোনের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা সম্প্রতি চট্টগ্রামে আয়োজন করা হয়। ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুজিবুল কাদের। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। ব্যাংকের এসএমই বিভাগের কর্মকর্তা শেখ আসাদুল হক প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন। ব্যাংকের চট্টগ্রাম জোনের আওতায় ১৫টি শাখার নতুন নারী উদ্যোক্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।