খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: বলিউডে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন অনেক আগেই। এখন তিনি একজন কম্পিলিট অভিনেত্রী। এসব কিছু তো আছেই তাঁর নামের সাথে আরেকটা উপমা যুক্ত করলে তা কঙ্গনার ব্যাপারে মোটেও বেশি বলা হবে না। তিনি খুবই স্পষ্ট ভাষার বক্তা।
তিনি তাঁর অভিনিত গ্যাঙ্গস্টার, লাইফ ইন এ মেট্রো, ফ্যাশন, ক্যুইন, তন্নু ওয়েডস্ মন্নু ইত্যাদি অনেক ছবিতেই সহ শিল্পীদের সঙ্গে খুবই আন্তরিক কঙ্গনা রানাউত।
সম্প্রতি তিনি আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তাঁর সোজা সাপটা কথার জন্য। সম্প্রতি তিনি একটি প্রেস মিটে বলেছেন, “আমি সতী-সাবিত্রী নই, হতেও চাই না।” তিনি আরও বলেন, “ভারতীয়রা এমনিতেই একটু বেশি সহানুভূতিশীল এবং সব সময়ই অনুনয়-বিনয়ের উপর নির্ভরশীল। তাদের আরও বেশি দৃপ্ত, বলিষ্ঠ হয়ে উঠতে হবে ভবিষ্যতে। এতে তারা তাদের জীবনকে আরও ভাল ভাবে উপভোগ করতে পারবে।” ঠিকই তো! এমন কথা বলিউড ‘ক্যুইন’-এর মুখেই মানায়।