খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: জঙ্গিবাদ রোধে শুক্রবার জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে দেওয়া খতিবের বয়ান বা খুতবা দেয়ার পদ্ধতি এবং খুতবার ভাষা কী হবে, তার দিক নির্দেশনা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা)।
সাথে খতিবদের সংগঠিত করতে খতিব কাউন্সিল গঠনেরও উদ্যোগ নিচ্ছে ইসলামি ফাউন্ডেশন।
জানা যায়, বাংলাদেশে জঙ্গিবাদ রোধে সরকারের দিক নির্দেশনার অংশ হিসেবেই শুক্রবারের জুমার নামাজের আগে আরবি ভাষায় খুতবা দেওয়ার শর্ত আরোপ করা হচ্ছে। দেশে ২টি বিভাগীয় সম্মেলনের মাধ্যমে খতিবদের কাছে এ ধরণের দিক নির্দেশনা পৌঁছানো হয়েছে। আর বাকি ৫টি বিভাগীয় পর্যায়ে এবং জেলাপর্যায়ে ইমামদের কাছে এ নির্দেশনা দেওয়া হবে।
গত ১৯ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় সাতটি বিষয়ে সিদ্ধান্ত হয়। তার মধ্যে ‘খুতবার বিষয়বস্তু নির্ধারণ ও আলোচনা’ তৈরিরও সিদ্ধান্ত হয়।
তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে খুতবার আগে এর সারমর্ম বাংলায় বলতে পারেন। সামাজিক সমস্যাবলিও থাকতে পারে। তবে অবশ্যই রাজনৈতিক কোনও কিছু থাকবে না।
কোন মসজিদে এই নিয়ম মানা না হলে ইফাবা কোন ব্যবস্থা নেবে কি না? এমন প্রশ্নের উত্তরে বলা হয়, ইফাবা মানুষকে উদ্বুদ্ধ করছে। প্রেসার দিয়ে নয়, আইন দিয়ে নয়। আমাদের কাজ তো প্রেসারক্রিয়েট করা নয়। আর ইফাবার খুতবা-বিষয়ক নির্দেশনা এখনও বিস্তার লাভ করেনি।