খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: অস্ট্রেলিয়ার সিডনির ঐতিহ্যবাহী অপেরা হাউসে হঠাৎ অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। সন্ত্রাসী হামলার হুমকির মুখে এ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্যের’ ভিত্তিতে গত বৃহস্পতিবার চালানো অভিযানকালে অপেরা হাউসটি পুরো জনশূন্য করে ফেলা হয়। খবর বিবিসির।
‘হুমকি’র কারণে অপেরা হাউস ও সৈকতের পাশে অবস্থিত ম্যানলি অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। তবে কী ধরনের হুমকি ছিল তা জানায়নি পুলিশ। অভিযানের ফলে জনাকীর্ণ অপেরা হাউসটি কিছুক্ষণের মধ্যেই জনশূন্য হয়ে যায়। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার কনসার্ট বাতিল করা হয়। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে উভয় অভিযান সমাপ্ত হয়েছে বলে বিবৃতি দেয় পুলিশ। অভিযানের ফলে ম্যানলি ও সার্কুলার কোয়ের মধ্যকার ফেরি চলাচল বন্ধ ছিল।