খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬: পোষা কুকুরটি আপনার দারুণ ভক্ত। ওকে নিয়ে কোথাও ঘুরতে গেছেন। এদিক ওদিক যেতে আপনাকে হারিয়ে ফেললো কুকুরটি। তখন সে কি করবে? আপনাকে হন্যে হয়ে খুঁজতে থাকবে। ঠিক এমনই একটি স্যুটকেস বানাচ্ছেন প্রযুক্তিবিদরা। একে টেনে নিতে হবে না।
আপনার পেছন পেছন একাই যেতে থাকবে। ইসরায়েলের এক রোবোটিক কম্পানি ‘এনইউএ রোবোটিকস’ এ লাগেজের প্রোটোটাইপ বানিয়েছে। লাগেজটি স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এতে আছে একটি ক্যামেরা, ব্লুটুথ এবং সেন্সর। এসবের মাধ্যমে লাগেজটি তার মালিককে অনুসরণ করে এবং খুঁজতে থাকে। লাগেজটি সমতল ভূমিতে চলাচলে সক্ষম। সাধারণত বিমানবন্দর এবং হোটেল লবিতে বেশ কাজ করবে। লাগেজটি নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষার বাকি আছে।
তবে এক বছরের মধ্যেই তা বাজারে চলে আসবে বলে আশা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। স্যুটকেসটি যেন পথের বাধা এড়াতে পারে তার ব্যবস্থা করা হবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে, ইউএসবি পোর্ট, অ্যান্টি-থেফট অ্যালার্ম, লোকেশন ট্র্যাকিং। আরো থাকবে বিল্ট ইন ওজন মাপার যন্ত্র। এর মাধ্যমে ব্যবহারকারী বুঝতে পারবেন তিনি অতিরিক্ত ওজন নিচ্ছেন কি না।