Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬: ১৫ বছর বয়সী এক পাকিস্তানী বালক ধর্মদ্রোহিতার অপরাধ করেছে এমন বিশ্বাসের কারণে নিজের হাত কেটে ফেলেছে।
স্থানীয় পুলিশ প্রধান নওশের আহমেদ জানান, গ্রামের মসজিদের ইমাম উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, যারা নবী মোহাম্মদকে (স.) ভালোবাসে তারা সবসময় নামাজ আদায় করে। এরপর তিনি জানতে চান কে কে নামাজ পড়া বন্ধ করেছে?
এসময় আনোয়ার নামে ১৫ বছরের বালকটি ভুল করে হাত তোলে। আসলে সে ইমাম সাহেবের প্রশ্ন ভাল করে শুনতে পায়নি। তাকে হাত তুলতে দেখে সমবেত মুসল্লিরা সঙ্গে সঙ্গে তাকে ধর্মদ্রোহী হিসাবে অভিযুক্ত করে। তখন আনোয়ার তার বাড়িতে চলে যায় এবং সে যে হাতটি তুলে ধরেছিলো সেটি কেটে ফেলে। সে কাটা হাতটি একটি পাত্রে রেখে সেটি ইমাম সাহেবকে উপহার দেয়।
পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর শহর থেকে ১২৫ কিলোমিটার (৭৭কিমি) দূরে হুজরা শাহ মুকিম জেলার একটি গ্রামে ওই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির খবরে জানান হয়।
পুলিশ প্রধান নওশের আহমেদ বলেন, তিনি একটি ভিডিও দেখেছেন যেখানে গ্রামের রাস্তায় মানুষ আনোয়ারকে অভিনন্দন জানাচ্ছে এবং তার বাবা-মা বিষয়টি নিয়ে গর্ব প্রকাশ করছেন।
এ বিষয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ আসেনি। সুতরাং পুলিশের কাছে এ ব্যাপারে কোন রেকর্ড নেই এবং কোনও তদন্তও হবে না।
উল্লেখ্য, পাকিস্তানে ধর্ম অবমাননা খুবই স্পর্শকাতর বিষয় এবং প্রায়ই সেখানে প্রমাণ হয়নি এমন অভিযোগেও মানুষ বিক্ষুব্ধ হয়ে আইন হাতে তুলে নেয়।