Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: “বর্তমান দুঃসময়ে ড. আর এ গণির পৃথিবী থেকে বিদায় নেওয়া দেশ ও দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। বর্তমানে সুস্থ পরিবেশে গণতন্ত্র চর্চার চরম সংকটকালে তার মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদের পরামর্শ ও উপস্থিতি ছিল খুবই জরুরি। শনিবার রাতে সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।
এরআগে শনিবার রাত ৯টার দিকে খালেদা জিয়া ড. আর এ গণির ধানমন্ডির ৮২৩নাম্বার বাসায় যান। এ সময় তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন, পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং সার্বিক খোঁজ-খবর নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ড. আর এ গণির মেঝ মেয়ে রওনক খান, ছোট মেয়ে শারমিন গণি ও একমাত্র ছেলে নূরাইন গণি । বড় মেয়ে আমেরিকা প্রবাসী ইয়াসমিন ফারুক দেশে আসতে পারেননি, এ ছাড়া পরিবারের অন্যান্য সদস্যরা।
খালেদা জিয়ার সঙ্গে ছিলেন, তার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসিম , মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা ,সহ-দপ্তর সম্পাদক শামিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা টিএস আইয়ুব, ছাত্রদলের নেতা আলীমুনজ্জামান শিমুল, ওবাদুল হক, আবুল খায়েল বাবলু, মোহাম্মদ শাজাহান, (এ্যাবের) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, শাম্মী আক্তার, বিলকিস ইসলাম প্রমুখ।