Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে বিলকিস আক্তার (৩৫) নামে এক রোগী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোগীর স্বামী মো. মানিক অভিযোগ করে বলেন, বিলকিস হাসপাতালের প্রাইমারি ট্রিটমেন্ট ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
হার্টের সমস্যা নিযে শনিবার সকাল ৮টায় স্ত্রী বিলকিস আক্তারকে জাতীয় হৃদরোগ ইনস্টিটউটে ভর্তিকরেন।বিলকিস হাসপাতালের প্রাইমারি ট্রিটমেন্ট ইউনিটে ভর্তি ছিল। তিনি সকালে খাবার আনতে বাইরে গেলে পৌনে ৯টায় হাসপাতালে ফিরে তিনি আর বিলকিসকে বেডে পাননি। বিলকিসের গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা থানায়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন, যারা ওই সময় দায়িত্বে ছিলেন তারা বেলা২টার দিকে কর্মস্থল ত্যাগ করেছেন। তারা আগামীকাল হাসপাতালে এলে বলতে পারবেন, তার স্ত্রী কোথায় গেছে। পরে স্ত্রীকে খুঁজতে ওই ওয়ার্ডে গেলেও বাঁধার মুখে পড়েন তিনি।
ওয়ার্ডে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ করেছেন মানিক। মানিক এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন। এ বিয়ষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবু আজম বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ আমার কাছে এ সংক্রান্ত অভিযোগ করেন নি। অভিযোগ পাওয়া মাত্র আমরা ব্যবস্থা নিচ্ছি।