খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান হিমুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রূপনগনের ইস্টার্ন হাউজিং বেড়িবাধ এলাকার একটি প্লট থেকে আজ রবিবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতলুবুর রহমান জানান, হিমুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে সকাল পৌনে ৯টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি জানান, লাশটি ইস্টার্ন হাউজিং বেড়িবাধ এলাকার একটি ফাঁকা প্লটে পড়েছিল। তাকে শ্বারোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাকে এখানে হত্যা করা হয়েছে নাকি, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে রেখে গিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, হিমু ২০১৩ সালের শেষ পর্যন্ত জাতীয় ছাত্র সমাজের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। জানুয়ারির নির্বাচনের পর ছাত্র সমাজের কাউন্সিল হলে তিনি সভাপতি পদে প্রতিন্দ্বন্দ্বিতা করেন। ভোটের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার কথা থাকলেও দলের মতের ভিত্তিতে সভাপতি সিলেকশন করা হয়। এরপর অভিমান করে তিনি দীর্ঘদিন ধরে দলের বাইরে ছিলেন।