Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
পশমিনা’-র শ্যুটিং করতে গিয়ে হাড়ও ভেঙেছে ক্যাটরিনার
পশমিনা’-র শ্যুটিং করতে গিয়ে হাড়ও ভেঙেছে ক্যাটরিনার

খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: নাহ প্রতীকি অর্থে নয়। একেবারে আক্ষরিক অর্থেই হাড়ভাঙা নাচ ক্যাটরিনার। ‘ফিতুর’ ছবির ‘পশমিনা’ গানে। যে নাচ দেখে সারা বলিউড নায়িকাকে সাবাসি জানিয়েছেন। তা করতে গিয়ে বেশ কয়েকবার হাড় ভেঙেছিল ক্যাটরিনার। এতদিনে সে কথা মুখ ফুটে বললেন তিনি।
বলিপাড়ায় নাচ নিয়ে তাঁর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। ধুমের কামলি বা অগ্নিপথের শিলা হয়ে তিনি তা প্রমাণ করে দিয়েছেন। ‘পশমিনা’ গানে যেন নিজের মাত্রাকেই নিয়ে ছাপিয়ে গিয়েছেন তিনি। সঙ্গী ছিলেন আদিত্য রায় কাপুর। পেন্টিং-প্যাশন আর ডান্স মিলেমিশে ‘পশমিনা’ তো নামের মতোই সুন্দর হয়ে উঠেছে। কিন্তু নেপথ্য কাহিনিটা ঠিক ততোটাই সুন্দর নয়। অন্তত ক্যাটরিনা ও নায়ক আদিত্য রায় কাপুরের জন্য তো নয়ই। কেননা এ গানের নাচের জন্যই বেশ কয়েকবার চোট পেয়েছেন দু’জনে। এমনকি বারকয়েক পায়ের হাড় ভেঙেছে বলেও সম্প্রতি জানিয়েছেন ক্যাটরিনা।
হাড়ভাঙা পরিশ্রমের ফলটি অবশ্য চমৎকার। ‘ফিতুর’ ছবির মুক্তি পাওয়া প্রথম গানটি যদি অরিজিৎ সিংয়েক কণ্ঠের দাপটে জনপ্রিয়তা আদায় করে, তবে দ্বিতীয় গানটির ইউএসপি অবশ্যই ক্যাটরিনার নাচ। পরপর ফ্লপের ধাক্কায় বেশ কাহিল ক্যাটরিনা। হাড় ভাঙা পরিশ্রমে যদি সাফল্য আসে মন্দ কী! পর্দায় ক্যাটরিনার এ করিশমা দেখা যাবে ১২ ফেব্র“য়ারী থেকে।