Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত টেডএক্স টিন টক-এ তরুণদের ফোন ব্যবহারের ব্যাপারে নিরুৎসাহিত করেছেন ১৮ বছর বয়সী উদ্ভাবক অ্যান ম্যাকোসিনস্কি। ফোনের প্রতি আসক্ত না হয়ে, সে সময়টিকে উদ্ভাবনী কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন ওই তরুণ উদ্ভাবক। ‘উদ্ভাবনের ক্ষমতা আর পুরস্কার বিবেচনায় কানাডিয়ান ইউনিভার্সিটির ওই শিক্ষার্থীকে সফল বলা চলে অনায়াসে’ – ম্যাকোসিনস্কি সম্পর্কে মন্তব্য বিলেতি দৈনিক ইনডিপেন্ডেন্ট-এর।
তরুণদের প্রতি এরকম আহ্বান নতুন কোনো কিছু নয়, এর আগেও অনেকেই এ ধরনের আহ্বান জানিয়েছেন, কিন্তু নিজের জীবনের ক্ষেত্রে তাদের অনেকেই হয়তো বিষয়টি মেনে চলেন না। সেদিক থেকে বিচার করলে, তাদের থেকে যথেষ্ট আলাদা ম্যাকোসিনস্কি। তার নিজের কোনো ফোন নেই এবং ফোনবিষয়ক আসক্তিও নেই। নিজ সফলতার ব্যাপারে এ বিষয়টি বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বলেই জানিয়েছেন ওই তরুণ উদ্ভাবক।
ম্যাকোসিনস্কি জানান, ছোটবেলা থেকেই তাকে কোনো খেলনা বা টেলিভিশন দেখতে দিতেন না তার বাবা-মা। তারা মনে করতেন, এতে করে তার সময় নষ্ট হবে। এমনকি বড় হওয়ার পরও তাকে কোনো মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেননি তারা।
ফলে সময় কাটানো ও খেলার জন্য নিজের খেলনা নিজেই তৈরি করতেন ম্যাকোসিনস্কি। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুরই বিকল্প পথ খুঁজে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তার ভাষ্য হচ্ছে, “সব কিছু না দেওয়া উদ্ভাবনকে উৎসাহিত করেৃ উদ্ভাবন বিষয়ে এটি ছিল আমার প্রথম শিক্ষা।”
স্মার্টফোন প্রসঙ্গে ম্যাকোসিনস্কি জানান, চকচকে রং ছাড়া এটি ব্যবহারের আর কোনো দিক খুঁজে পাননি তিনি। এ ছাড়াও ফোন যে মানুষকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলছে, সে বিষয়টিও তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে নিজেকে উদাহরণ হিসেবে ব্যবহার করে বলেছেন, ফোন না থাকায় ইউনিভার্সিটিতে সবার সঙ্গে তার সরাসরি কথা বলতে হয়, যা তাকে আরও বেশি সামাজিক করে তুলেছে।
ইনডিপেনডেন্ট জানিয়েছে, প্রযুক্তি আসক্ত না হলেও ম্যাকোসিনস্কি-এর আইপড টাচ রয়েছে ও তিনি ইউটিউব ভিডিও তৈরি করা শুরু করেছেন। অনলাইন সামাজিক মাধ্যমগুলোর মধ্যে ইউটিউব-ই সবচেয়ে বেশি পছন্দ তার। অন্যদিকে ফেইসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এড়িয়ে চললেও, এ মাধ্যমগুলো যে তার ইউটিউব চ্যানেল প্রচারে ভূমিকা রেখেছে, সে বিষয়টি নজর এড়িয়ে যায়নি বলেই জানিয়েছেন ম্যাকোসিনস্কি।