Fri. Sep 19th, 2025
Advertisements

5খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: নতুন গান নিয়ে ভক্তদের সামনে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। দেশের গানের পর নতুন বছরের শুরুতে প্রেমের গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। বরাবরের মতো চমক রেখেছেন হৃদয়। গানটির সুর-সংগীত করেছেন শ্রীলঙ্কান সংগীত পরিচালক। আর ভিডিওচিত্রে হৃদয়ের সঙ্গে মডেল থাকছেন একজন রুশ মডেল।যরৎফড়ুথরহহবৎথ২থ৯১০৯৩৬৯৯৯-৪০০ী৩৬১
সংগীত পরিচালক রাজ থিলাইয়ামপালাম শ্রীলঙ্কার মানুষ। ওই দেশের ভাষায় করা তার কিছু গানে বাংলা কথা বসিয়ে দেশের কয়েকজন শিল্পী দিয়ে গাইয়েছিলেন। এটা গত বছরের শেষভাগের কথা। হৃদয় যে গানটির ভিডিওতে অংশ নিলেন সেটি ওই প্রকল্পেরই অংশ।
যরৎফড়ুথরহহবৎথ১থ৯৩৬২৮৭৩৩৪-৪০০ী২২০হৃদয় খান জানান, ‘ফিরে তো পাবো না’ গানটির ভিডিওর চিত্রায়ন হয়েছে শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে। গত ১২ জানুয়ারি তিনি এ উপলক্ষে সে দেশে গিয়েছিলেন। গানটিতে মডেল হয়েছেন রুশ মডেল মারিয়া ইউসেফোভনা। মারিয়া ওই দেশের নামী মডেলদের একজন। কিছুদিনের মধ্যে গানটি ইউটিউবে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন হৃদয়। কাজ শেষে ১৬ জানুয়ারি ঢাকায় ফিরেছেন তিনি।