Mon. Sep 15th, 2025
Advertisements

16খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মণীন্দ্র কুমার নাথ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলার আর্জি জানান।
তার আইনজীবী তপো গোপাল ঘোষ জানান, মহানগর হাকিম আমিনুল ইসলামের আদালতে এ বিষয়ে শুনানি হওয়া কথা রয়েছে।
“গত বছর ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সভায় গয়েশ্বর একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করেন। এ বিষয়ে দণ্ডবিধির ৫০০ ধারা অনুযায়ী মানহানির অভিযোগ দায়ের করা হয়েছে।”
এর আগে একই অভিযোগে গতবছর ২৯ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে নড়াইলের একটি আদালতে মামলা করেছিলেন শেখ আশিক বিল্লাহ নামের এক ব্যাক্তি।
ওই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রসঙ্গে বলেন, তারা ‘নির্বোধের মতো’ মারা গিয়েছিলেন।