Sun. Sep 14th, 2025
Advertisements

download

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: কর্মসংস্থান ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমদ ও রুপালী ব্যাংক লিমিটেড এর সাবেক ডিএমডি মো: আবু হানিফ খান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর পরিচালনা পর্ষদের নতুন পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। জনাব মুশতাক আহমদ এর পূর্বে সোনালী ব্যাংক লিমিটেড এর ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার (প্রবেশনারি) হিসেবে যোগদানের মধ্য দিয়ে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। মুশতাক আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকসহ (সম্মান) ১৯৭৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মুশতাক আহমদ ব্যক্তিগত জীবনে এক ছেলে এবং এক কন্যা সন্তানের জনক। জনাব মো: আবু হানিফ খান ১৪ই জুলাই ১৯৮০ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র আফিসার (প্রবেশনারি) হিসেবে যোগদান করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকসহ (সম্মান) ১৯৭৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেন। তিনি ১৯৫৫ সালে ব্রাম্মনবাড়ীয়া জেলার এক সম্ম্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।