Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: মজুরির ৫০ শতাংশ মহার্ঘভাতা, রেশনিং চালুসহ সাত দফা দাবিতে সমাবেশ শেষে লাল পতাকা মিছিল করেছে পোশাক শ্রমিকরা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহ’ ব্যানারে কয়েকটি সংগঠন যৌথভাবে এ সমাবেশ করে। দাবি আদায়ে বিভিন্ন শিল্পাঞ্চলে পথসভা, প্রচারপত্র বিলি ও কর্মীসভা করতে মাসব্যাপি কর্মসূচিও ঘোষণা করা হয় এ সমাবেশ থেকে। সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন চলতি মাস থেকেই গার্মেন্ট শ্রমিকদের মজুরির ৫০ শতাংশ মহার্ঘভাতা দেওয়ার দাবি জানান।
শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে চাল, আটা, ভোজ্যতেল, চিনি, শিশুখাদ্য গুঁড়াদুধ ও ডালের রেশন চালু করা এবং কারখানার আশপাশে বাসস্থান তৈরি করে দেওয়াসহ বাড়িভাড়া আইন কঠোরভাবে প্রয়োগেরও দাবি জানান রতন। জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম অভিযোগ করেন, সোয়েটার কারখানাগুলোতে মেশিন নির্ভরতা বাড়ায় শ্রমিকরা বেকার হয়ে পড়ছে। “মালিকরা মেশিন বসিয়ে মেশিনপ্রতি ২৮ জন শ্রমিককে বেকার করে দিচ্ছে। ইতিমধ্যে লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে।” অন্যদের মধ্যে শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্যসচিব সৈয়দ সুলতান আহমেদ, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, শ্রমিক নেতা তৌহিদুর রহমান, রোকেয়া সুলতানা, আলী রেজা হায়দার, শেফালী হোসেন সমাবেশে বক্তব্য দেন।