Mon. Sep 15th, 2025
Advertisements

22খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীর ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ আংশিক সত্য বলে প্রমাণিত হয়েছে।’ এ কারণে এসআই মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে তিনি মত প্রকাশ করেন।
অভিযুক্ত এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, ‘তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমরা চাই এর মধ্য দিয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ফিরে আসুক। মামলার বিষয়ে যেহেতু উচ্চ আদালত স্থগিতাদেশ দিয়েছেন, সেহেতু আদালতের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আশা করছি, আদালতের মাধ্যমেই এর দ্রুত নিষ্পত্তি হবে এবং পূর্ণ তদন্ত হয়ে এ অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ কুষ্টিয়ায় নিজ বাসভবনে শুক্রবার দুপুর ১২টায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ‘অবসরের পর রায় লেখা সংবিধান পরিপন্থী’ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মন্তব্য নিয়ে বিএনপি ‘ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছে’ বলে অভিযোগ করেন হানিফ। তিনি বলেন, ‘আমাদের দেশে প্রধান বিচারপতিরা সাধারণত কর্মকালীন যে রায় দেন, সময় না পাওয়ার কারণে অবসরের পর পূর্ণাঙ্গ রায় লিখে থাকেন।
এ প্রক্রিয়াকে যুক্তিযুক্ত নয় বলে প্রধান বিচারপ্রতি মন্তব্য করেছেন। তার মানে কর্মকালীন তার দেওয়া রায় যে অযৌক্তিক এমন কোনো মন্তব্য তিনি করেননি। কিন্তু সেটা নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে কোনো লাভ হবে না।’ হানিফ বলেন, ‘আদালতের রায়ে প্রমাণিত হয়েছে জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ, তার দল গঠনও অবৈধ। সেই বিবেচনায় বিএনপিও বর্তমানে অবৈধ দল হিসেবে পরিগণিত হতে পারে।