Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
imagesখোলা বাজার২৪,শনিবার,২৩ জানুয়ারি ২০১৬: নওগাঁর সাপাহার উপজেলার পাতারী ইউনিয়নের আদাতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে জয়নাল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছনি। আজ শনিবার ভোররাতে এ ঘটনাটি ঘটে। নিহত জয়নাল সাপাহার উপজেলার দক্ষিণ পাতারী গ্রামের সোহরাব হোসেনের ছেলে।এ বিষয়ে পাতারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, আজ ভোররাতে ২০/২৫ জনের একদল গরু ব্যবসায়ী ওই সীমান্ত এলাকা দিয়ে ভারতে গরু আনতে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া করার এক পর্যায়ে গুলি করলে জয়নাল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার রফিকুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে আদাতলা সীমান্তে একটি পতাকা বৈঠকত আহ্বান করে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। সকাল ১০টায় তিনি জানান, নিহতের লাশ বিএসএফের কাছে রয়েছে।