খোলা বাজার২৪, শনিবার ,২৩ জানুয়ারি ২০১৬ : গত ১১ জানুয়ারী হতে ২১ জানুয়ারী পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফরের সময় বিশ্বের সবচেয়ে বেশী জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের সাথে হওয়া বৈঠক নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আগামীকাল রবিবার বিকেল ৩টায় সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন হবে বলে বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন সাক্ষারিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, তারানা হালিম এম.পি গত ১১ জানুয়ারী হতে ২১ জানুয়ারী ২০১৬ পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফর করেন। এ সময় তিনি সিঙ্গাপুরস্থ ফেসবুক, মাইক্রোসফট ও গুগল এবং টেলিকম মালয়েশিয়া কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন।
এছাড়াও সিঙ্গাপুর ও মালয়েশিয়া টেলিকম মন্ত্রীদের সাথে সাক্ষাত করেন তারানা হালিম। সফরের বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল রবিবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।