খোলা বাজার২৪, রবিবার, ২৪ জানুয়ারি ২০১৬: ১৫ দফা দাবিতে আগামী ২৬ জানুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। ২৫ জানুয়ারির মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান না হলে সারা দেশে পণ্যবাহী, যাত্রীবাহী তেলবাহী, বালুবাহী সব নৌযান ও ফিশিং ট্রলারের শ্রমিকরা এ কর্মবিরতি পালন করবেন। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্প্রসারিত মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় নৌযান শ্রমিক ফেডারেশন।
সংবাদ সম্মেলনে নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ মজুরিকাঠামো ঘোষণা, ফিশিং ট্রলার শ্রমিকদের ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়ন, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে দেশ ও শিল্পস্বার্থ-বিরোধী পরিকল্পনা বাতিল, সামুদ্রিক মৎস্য শিকারি জাহাজ শ্রমিকদের জন্য সরকার ঘোষিত মজুরি বাস্তবায়নের দাবি জানান শ্রমিকরা।
নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণ বন্ধে কার্যকরী ব্যবস্থা নেয়া, মাস্টার ড্রাইভার পরীক্ষায় দুর্নীতি বন্ধসহ ১৫ দফা দাবি আদায়ে এ কর্মবিরতি পালন করা হবে।