Mon. Sep 15th, 2025
Advertisements

23
খোলা বাজার২৪, রবিবার, ২৪ জানুয়ারি ২০১৬: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরের পাশে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি প্রায় ৪০ মিনিট কবরের পাশে অবস্থান করে নেতাকর্মীদের নিয়েফাতেহা পাঠ ও দোয়া করেন।
আজ রোববার দুপুর ২টায় সাবেক প্রধানমন্ত্রী রাজধানীর বনানীতে ছেলের কবর জিয়ারত করতে যান।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন “িার জানান, মোনাজাতে অংশ নেন প্রয়াত আরাফাত রহমানের শ্বশুর-শাশুড়ি, খালেদা জিয়ার ছোট বোন, ভাইয়ের ছেলে, ভাগ্নে, মহিলা দলের নেতাকর্মীরা।
কবরে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি আবদুল মালেক।
এছাড়া আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ও কার্যালয়ে দোয়া মাহফিল, কোরআর শরিফ পাঠের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।