খোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ : আগামী ২৭ জানুয়ারী থেকে বাংলাদেশে শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর। আগামী ২৬ ও ২৭ জানুয়ারি থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও সিলেটের স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে। ২৭ জানুয়ারি চট্টগ্রামে উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের। ৮টি ভেন্যুতে মোট ৪৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুব বিশ্বকাপের টিকিটের মূল্য প্রকাশ করেছে। টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা ও সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০ টাকা। একজন ব্যক্তি সর্বোচ্চ ৫টি টিকিট কিনতে পারবে।
টিকিট পাওয়া যাবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে ২৭শে জানুয়ারি থেকে। গ্র্যান্ড স্ট্যান্ড নর্থ/সাউথ টিকিটের মূল্য ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১৫০ টাকা, শহীদ মুস্তাক ও জুয়েল স্ট্যান্ড ১০০ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ড ৪০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ২০ টাকা।
ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের টিকিট পাওয়া যাবে যুব উন্নয়ন অধিদপ্তর, জালকুড়ি, ফতুল্লায়। সেখানেও বুধবার থেকে টিকিট পাওয়া যাবে। গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ৩০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি (ওয়েস্ট) ১৫০ টাকা, ক্লাব হাউজ ইস্ট/ওয়েস্ট ১০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৮০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ২০ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০ টাকা। মঙ্গলবার থেকে টিকিট পাওয়া যাবে সাগরিকা মোড়ে। গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ২০০ টাকা, রুফটপ হসপিটালিটি টিকিটের মূল্য ২০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউজ ইস্ট/ওয়েস্ট ১০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৫০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ৩০ টাকা। ও চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট ২৬ তারিখ থেকে আলমাস সিনেমা হল, ধামপাড়া থেকে পাওয়া যাবে। টিকিটের সর্বনিম্ন দাম ২০ টাকা। ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ১০০ টাকা, রুফটপ টিকিট মূল্য ১০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড নর্থ/সাউথ ৭৫ টাকা, ক্লাব হাউজ নর্থ/সাউথ ৫০ টাকা, সাধারণ গ্যালারি ২০ টাকা।
বুধবার হতে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের টিকিট পাওয়া যাবে লাকাতুরা বিমানবন্দর রোডে। সর্বনিম্ন দাম ৩০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড ইস্ট/ওয়েস্ট টিকিটের মূল্য ২০০ টাকা, ক্লাব হাউজ ইস্ট/ওয়েস্ট ১০০ টাকা, গ্রিন হল এরিয়া ৩০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৩০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ৩০ টাকা। আর সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের টিকিট পাওয়া যাবে ২৭শে জানুয়ারি থেকে স্টেডিয়াম মার্কেট কাউন্টার থেকে। ৩টি ক্যাটাগরিতে তাদের টিকিটের মূল্য ক্রিকেট প্যাভিলিয়ন ২০০ টাকা, সাধারণ গ্যালারি ৫০ ও ৩০ টাকা।