Wed. Sep 17th, 2025
Advertisements

39খোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ : ১০ বছরের সংসার এরিকা এবং গ্যারেথের। কিন্তু সম্পর্কের সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত তাদের মধ্যে কোনও শারীরিক সম্পর্ক নেই। সন্তানের শখ পুরনে কিনে এনেছেন একটি পুতুল। তাকে নিয়েই এখন ব্যস্ত সময় কাটছে এ দম্পতির। সূত্র: আবাং
না, তাদের মধ্যে ঝগড়া হয়নি। সুখেই আছেন দু’জন। ঘটনা হচ্ছে- ১০ বছর আগে গ্যারেথের সঙ্গে এরিকার যখন প্রথম দেখা হয়েছিল, তখনই এরিকা একটি বোমা ফেলেন, যা যে কোনও পুরুষকে অনায়াসে ভূপাতিত করতে পারে। এরিকা বলেছিলেন, ‘’আমি সেক্সে ভয় পাই। এটা আমার কাছে আতঙ্ক।”
গ্যারেথ মেনে নিয়েছিলেন। সেই থেকে শুরু। গত ১০ বছর ধরে আলাদা ঘরে ঘুমাচ্ছেন দু’জন। গ্যারেথের মনে হয়ত কষ্ট আছে, তবে মেনে নিয়েছেন। কিন্তু মাতৃত্ব? মা হতে চান এরিকা। আর্টিফিশিয়াল ইমসেমিনেশনের মাধ্যমে পেতে চাইছেন মাতৃত্বের স্বাদ।
কিন্তু বাবা-মা হওয়া যে সহজ নয়, তা বিলক্ষণ জানেন দু’জন। তাই ২৩০ পাউন্ড দিয়ে একটি পুতুল কিনেছেন, যেটি হাবেভাবে একেবারে প্রকৃত শিশু। সেটিকে নিয়েই এখন তাঁদের দিন কাটছে। এটাকে দিয়ে সন্তান লালন চর্চা করছেন।
এরিকা বলছেন, ‘’আমি সেক্সে ভয় পাই। তাই স্বাভাবিকভাবে মা হতে পারব না, জানতাম। বিকল্প পথে চেষ্টা করছি। কিন্তু তার আগে এই পুতুলটিকে দেখি। তখনই গ্যারেথকে দেখাই। ওকে নিয়েই এখন আমাদের সময় কেটে যায়। যে আসছে, তাকে যাতে ভালভাবে বড় করতে পারি, তার যতœ যাতে যথাযথ নিতে পারি, সে কারণেই এই পুতুলটি নেওয়া।