Wed. Sep 17th, 2025
Advertisements

13খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ : বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট সে দেশের রাজনৈতিক দলগুলোর জন্য স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার ঢাকায় প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে এক বৈঠক শেষে তিনি একথা বলেন।
মিজ বার্নিকাট বলেন, “বাংলাদেশ সব সময় গণতন্ত্রের জন্য অঙ্গীকারাবদ্ধ। আর এই অঙ্গীকার তাদের উন্নয়নের পথে বিশেষ ভূমিকা রাখছে।“ বিএনপির নেতারা জানাচ্ছেন, বৈঠকে খালেদা জিয়া এবং মার্কিন দূত দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রায় দুই ঘণ্টা কথাবার্তা বলেন। বৈঠকে খালেদা জিয়ার সাথে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, এবং চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।