খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ : আলোচনার বিষয় মার্ক জাকারবার্গের টি-শার্ট। প্রতিদিনই একই রকম টি-শার্ট গায়ে দিয়ে কাজে যান জাকারবার্গ। কেন একই রকম টি-শার্ট গায়ে দিয়ে কাজে যান জাকারবার্গ? সম্প্রতি পিতৃত্বকালীন ছুটি থেকে কাজে ফিরেছেন জাকারবার্গ। এ উপলক্ষে তিনি তার ওয়ারড্রবের একটি ছবিও প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে শুধুমাত্র দুই রকমের টিশার্টই রয়েছে তার।
তার পোশাক সংক্রান্ত রুচি নিয়ে অনেকেই প্রশ্ন তুললেও এর উপযুক্ত কারণও দেখিয়েছেন তিনি। তার মতে, প্রতিদিন একই রকম পোশাক তাকে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ২০১৪ সালেই এই প্রশ্নের মুখে পড়েছিলেন জাকারবার্গ। তখন তিনি জানান, ফেসবুক কমিউনিটিকে কিভাবে সবচেয়ে ভালো সেবা দেয়া যায় সেটিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একারণেই জীবনকে সাদামাটা রাখতে চাই আমি।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া