Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ : পাখি ওড়ে। কিন্তু কোনো উদ্ভিদ কি উড়তে পারে? প্রযুক্তির সাহায্য নিয়ে উদ্ভিদকেও উড়ুক্কু অবস্থায় রাখা যায়। যাদের বনসাই করার শখ তাদের জন্য এটি সুখবরই। অনলাইন ক্রাউড ফান্ডিং বা অনলাইনে তহবিল জোগাড় করার সাইট কিকস্টার্টারে জমা পড়া ‘ফ্লোটিং বনসাই’ বা ‘উড়ুক্কু বনসাই’ নামের একটি প্রকল্প ইন্টারনেট জগতে সাড়া ফেলেছে। এর উদ্যোক্তারা কিকস্টার্টারের মাধ্যমে যে পরিমাণ অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছিলেন সে লক্ষ্য পূরণ হয়েছে।০১
উড়ুক্কু বনসাইউড়ুক্কু বনসাই প্রকল্পে ব্যবহৃত হয়েছে চৌম্বকক্ষেত্রের সাহায্যে উদ্ভিদকে হাওয়ায় ভাসিয়ে রাখার প্রযুক্তি, ছোট্ট রঙিন উদ্ভিদ ও প্রচলিত জাপানি ‘মনোজুকুরি’ বা কারু নৈপুণ্য।০২
উড়ুক্কু বনসাইপ্রকল্পের বর্ণনা অনুযায়ী, প্রতিটি উড়ুক্কু বনসাইতে দুটি ভাগ থাকবে। একটি হচ্ছে, বাতাসে ভাসমান ‘ছোট্ট তারা’ আর এর নিচের অংশে ‘শক্তি উৎস’। দুটি অংশেই যুক্ত আছে চুম্বক। এই দুটি অংশ কাছাকাছি আনলে উড়ুক্কু উদ্ভিদ বলে মনে হয়।০৩
উড়ুক্কু বনসাইকিকস্টার্টারে ৮০ হাজার মার্কিন ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিল উড়ুক্কু বনসাইয়ের উদ্যোক্তারা। কিন্তু এক মাসেরও বেশি সময় বাকি থাকতেই তারা দুই লাখ মার্কিন ডলার জোগাড় করে ফেলেছে।